আমাদের ( RJSC) সংক্রান্ত সেবা

কোম্পানি, পেশাদার সংগঠন ও অংশীদারী কারবারের নথিপত্র নিয়ে কাজ করে আরজেএসসি। বর্তমানে আরজেএসসি পাবলিক কোম্পানি, প্রাইভেট কোম্পানি, বিদেশি কোম্পানি, ট্রেড অরগানাইজেশন (বাণিজ্য সংগঠন), সোসাইটি (সমিতি), এবং পার্টনারশিপ ফার্ম (অংশীদারী কারবার) প্রতিষ্ঠানের নিবন্ধন প্রদান করে এবং প্রযোজ্য আইনের বিধি মোতাবেক পরিচালনা নিশ্চিত করে। আমরা দক্ষ ও অভিজ্ঞ পরামর্শক কর্তৃক আরজেএসসি সংক্রান্ত সকল সেবা প্রদানে নিশ্চিত করি।

আমাদের ( RJSC) সংক্রান্ত সেবাসমূহ

  • নামের ছাড়পত্র এবং সময় বর্ধনের আবেদন।
  • কোম্পানি গঠন সর্ম্পকৃত রেস্যুলেশন প্রস্তুত।
  • মেমোরান্ডাম অব এসোসিয়েশন এবং অব এসোসিয়েশন প্রস্তুত ও প্রয়োজনীয় পরামর্শ প্রদান।
  • অথোরাইজ ক্যাপিটাল সংক্রান্ত দিকনির্দেশনা।
  • পেইডআপ ক্যাপিটাল সংক্রান্ত দিকনির্দেশনা।
  • কোম্পানির নিবন্ধন ও ইনকরপোরেশন সার্টিফিকেট সংগ্রহ।
  • শেয়ার ট্রান্সফার সংক্রান্ত যাবতীয় কার্যক্রম।
  • নতুন শেয়ার বরাদ্ধকরণ।
  • মেমোরান্ডাম অব এসোসিয়েশন সংশোধন।
  • কোম্পানির বার্ষিক ভিত্তিক রিটার্ন প্রস্তুত ও জমাদান।
  • কোম্পানির উইন্ডিংআপ (অবসান) সংক্রান্ত যাবতীয় কার্যক্রম।
  • পার্টনারশীপ (অংশীদারি) চুক্তি তৈরি।
  • পার্টনারশীপ (অংশীদারি) ফার্ম গঠন এবং সার্টিফিকেট সংগ্রহ।
  • যৌথমূলধনী (জয়েন্ট ভেঞ্চার ) কোম্পানি সংক্রান্ত যাবতীয় কার্যক্রম।
  • বিদেশি কোম্পানি সংক্রান্ত যাবতীয় কার্যক্রম।
  • সোসাইটি (সমিতি) সংক্রান্ত যাবতীয় কার্যক্রম।
  • ট্রেড অরগানাইজেশন (বাণিজ্য সংগঠন )সংক্রান্ত যাবতীয় কার্যক্রম।
  • সর্বোপরি আরজেএসসি সংক্রান্ত যাবতীয় কর্মকান্ড আপনার হয়ে আমরা করে দিব।