আমাদের আয়কর(Income Tax) সেবা
আমরা দক্ষ ও অভিজ্ঞ আয়কর পরামর্শক কর্তৃক ব্যত্তি আয়কর (Individul Tax) এবং কোম্পানী আয়কর (Corporate Tax) আয়করের সকল সেবা প্রদানের ক্ষেত্রে নিশ্চিত করি
- নির্ভূল আয়কর হিসাবায়ন
- আয়কর রিটার্ন তৈরিতে সফটওয়্যারের ব্যবহার
- উপযুক্ত সেবা মূল্য
- দ্রুততম সেবা
- ব্যক্তিগত তথ্যের গোপনীয়তা এবং সংরক্ষণ
- প্রোফেশনালিজম
আমাদের ব্যত্তি আয়কর (Individul Tax) সেবাসমূহ
- ব্যক্তি ই-টিন সার্টিফিকেট নিবন্ধন।
- ব্যক্তি আয়কর পরিকল্পনা এবং সবোর্চ্চ কর রেয়াতের ব্যবস্থা।
- সফটওয়্যারের মাধ্যমে যথাযথভাবে আয়কর হিসাবায়ন।
- আয়কর রিটার্ন প্রস্তুত, সঠিক সার্কেলে রিটার্ন দাখিল এবং আয়কর সনদ সংগ্রহ।
- অনলাইনে আয়কর রিটার্ন দাখিলে সহায়তা।
- আয়কর কর্তৃপক্ষের সকল প্রকার নোটিশের জবাব প্রদানে সার্বিক সহায়তা।
- আয়কর অ্যাসেসমেন্ট চুড়ান্ত করতে আয়কর কর্তৃপক্ষ শুনানীতে ডাকলে তাতে অংশগ্রহন এবং নিস্পত্তি করা।
- আয়কর সংক্রান্ত মামলার শুনানী ও নিস্পত্তি করা।
- আয়কর সংক্রান্ত আপীল এবং এডিআর এর সকল কার্যক্রম পরিচালনা করা।
- আয়করের আপডেট তথ্য প্রদান।
- সর্বোপরি আয়কর সংক্রান্ত যাবতীয় কর্মকান্ড আপনার হয়ে আমরা করে দিব।
আমাদের কোম্পানী আয়কর (Corporate Tax)সেবাসমূহ
- ই-টিন সার্টিফিকেট নিবন্ধন।
- কোম্পানির মাসিক, ত্রৈ-মাসিক, অর্থ-বাষিক ও বার্ষিক আয়কর পরিকল্পনা।
- কোম্পানির আয়কর বিষয়ক যে ডটুমেন্ট মেইনটেইন করতে হয় সে সম্পর্কে যাবতীয় সহায়তা।
- কোম্পানির অগ্রিম আয়কর (AIT) হিসাবায়ন ও জমাদান।
- কোম্পানির টিডিএস কর্তনের খাতসমূহ, হার, কর্তনের নিয়ম এবং জমাদানে সহায়তা।
- কর্মচারীর টিডিএস হিসাবায়ন, কর্তন এবং কর্মচারীর আয়কর রিটার্ন প্রস্তুত।
- উইথহোল্ডিং করের রিটার্ন প্রস্তুত ও দাখিল।
- অডিট রিপিার্ট প্রস্তুত ও আয়কর, রেয়াত হিসাবায়ন।
- কোম্পানির আয়কর রিটার্ন প্রস্তুত, সঠিক সার্কেলে রিটার্ন দাখিল এবং আয়কর সনদ সংগ্রহ।
- আয়কর কর্তৃপক্ষের সকল প্রকার নোটিশের জবাব প্রদানে সার্বিক সহায়তা।
- আয়কর অ্যাসেসমেন্ট চুড়ান্ত করতে আয়কর কর্তৃপক্ষ শুনানীতে ডাকলে তাতে অংশগ্রহন এবং নিস্পত্তি করা।
- আয়কর সংক্রান্ত মামলার শুনানী ও নিস্পত্তি করা।
- আয়কর সংক্রান্ত আপীল এবং এডিআর এর সকল কার্যক্রম পরিচালনা করা।
- কোম্পানির আয়করের আপডেট তথ্য প্রদান।
- সর্বোপরি আয়কর সংক্রান্ত যাবতীয় কর্মকান্ড আপনার হয়ে আমরা করে দিব।