BD Tax Care (BTC) বাংলাদেশের একটি প্রতিষ্ঠিত ল’ফার্ম। BD Tax Care (BTC) আইনের বিভিন্ন বিষয়ে একঝাক অভিজ্ঞ, মেধাবী আইনজীবী এবং পেশাজীবীর মাধ্যমে পরিচালিত হয়। দেশের আপামর মানুষের যে কোন আইনী সহায়তা প্রদানের পাশাপাশি বিদেশি গ্রাহকদেরও সুনামের সাথে সেবা দিয়ে আসছে প্রতিষ্ঠাকালীন সময় থেকে। বর্তমান সময়ের চাহিদাকে গুরুত্ব দিয়ে ম্যানুয়্যাল পদ্ধতির পাশাপাশি BD Tax Care (BTC) সম্পূর্ণ ডিজিটালাইজড পদ্ধতিতে সেবা প্রদান করে থাকে। আইনী সহায়তা প্রদানে আমরা গুরুত্ব দেই মানবিকতা এবং স্বচ্ছতাকে। বিশ্বায়নের যুগের সাথে তাল মিলিয়ে দেশব্যাপী শাখা অফিসের মাধ্যমে সুচারুভাবে ও বিশ্বস্ততার সাথে আইনী সেবা, সহায়তা ও পরামর্শ দিয়ে আসছে এং ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে।

সমাজের সকল মানুষের জন্য আইনী সহায়তা ও পরামর্শ পাবার অধিকারকে সহজ ও সাবলীল করার পাশাপাশি আইনানুযায়ী সামাজিক দায়বদ্ধতা পরিপালনে সচেষ্ট থাকা।

স্বচ্ছতা ও জবাবদিহীতার মাধ্যমে আইনী সেবা ও পরামর্শ প্রদান।
নির্ধারিত ফি-এর মাধ্যমে যথাযথ সেবা গ্রহণ।
অত্যাধুনিক প্রযুক্তি সহায়তায় সকল কাজ নির্ভুল ও যথাসময়ে সম্পাদান করা।
গ্রাহকের চাহিদা ও প্রশ্যাশাকে সর্বোচ্চ প্রাধান্য দিয়ে যথাযথ সমাধান দেয়া।

➤ টিমওয়ার্ক (Team Work)

অঙ্গীকার বদ্ধতা (Commitment)

সামাজিক দ্বায়বদ্ধতা (Social Responsibility)

পেশাদারিত্ব (Professionalism)

নমনীয়তা (Flexibility)

SM Shahjahan
Chairman

Adv. Imtiaj Islam
Chief Executive Officer (CEO)

Mr. Imtiaj is  a member of Dhaka Taxes Bar Association -DTBA. He has also enrolled himself as an advocate under the Bangladesh Bar Council. He has completed LLB, LLM from a reputed university of Bangladesh. He is a professional Trainer on Income Tax, VAT & Company Law. He has conducted public and in house training for listed companies, multinational companies, institutions and accounting and tax firms. He has gained considerable experience in the field of Income Tax, VAT, Company law and so on as an adviser of many international, joint venture and local companies. M.S.S degree from the University of Dhaka. He was a CEO of Unique Coaching Home and Paradise Academy. He was also lecturer in English ebd school and Jahura Kamal Ideal School & College. He is an editor of law book named “আইন-আদালত”.

Adv. Zahiduzzaman Zahid
Director, Business Development